পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

মুক্তাগাছায় প্রাইমারী স্কুলের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় একটি সরকারি প্রাইমারী স্কুলের ঘর নির্মাণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে । উপজেলার তারাটি ইউনিয়নের ১২০নং শশা কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । অভিযোগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে ঐস্কুলের জন্য ৩ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয় । বরাদ্দকৃত টাকায় স্কুলের পুরনো একটি টিনশেড ঘর ভেঙে সংস্কার করা হয় । এই সংস্কার কাজে সমূদয় অর্থ আতœসাত করেন স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কালাম । স্থানীয় বাসিন্দা মো. মনির অভিযোগ, ১৪ হাত লম্বা পুরনো ঘরটি সংস্কার করা হয় নামকাওয়াস্তে । ঘরটি আগে যা ছিল এখনও তাই আছে । দৃশ্যমান কিছু নতুন টিন সংযোজন করা হয়েছে । স্কুলে থাকা একটি চাপ কলের মেঝে ভেঙে ফেলা হয়েছে । সেই মেঝের ইট দিয়ে স্কুল ঘরের ফ্লোর করা হয়েছে । রঙও করা হয়নি স্কুলের পেছনের অংশ । সবই করেছেন, প্রধান শিক্ষক । এক্ষেত্রে স্কুল পরিচালনা কমিটির যোগসাজোশ ছিল বলে এলাকাবাসীর অভিযোগ । মো. মনির জানান, ঘটনাটি স্থানীয় এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রীকে গত ৭ অক্টোবর অবগত করা হয়েছে । এমপি বিষয়টি তদন্তের জন্য উপজেলা নিবাহী কর্মকর্তাকে দায়িত্ব দেন । ইউএনও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন । এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কালাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন