মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছা শহরের পিলখানার বটগাছে অবস্থান করছিল একটি পেঁচা । গত মঙ্গলবার ঐ পেঁচার উপর হামলা চালায় একদল কাক। অসুস্থ আর প্রাণভয়ে কিছুক্ষণ এদিক ওদিক ওড়ার পর আর না পেরে পেঁচাটি হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে । পেঁচাটির করুণ দশা স্থানীয়দের চোখে পড়ে । পেঁচাটি তখন প্রাণবাঁচানোর চেষ্টা করছে ।
এলাকাবাসী জানান, তারা ভাবতে লাগলেন, এ ভাবে বেশিক্ষণ থাকলে পেঁচাটা যে মরে যাবে! অবশেষে উদ্ধার করা হল পেঁচাটাকে । উদ্ধার করা হলেও ডানা মেলে উড়তে পারছিলনা পেঁচাটি । যদিও গত দুইদিন তাদের চেষ্টায় অবশেষে আজ বৃহস্পতিবার মুক্তাগাছায় সুস্থ হয়ে নিজগৃহের উদ্দেশ্যে উড়াল দিল পেঁচাটি ।
স্থানীয় বাসিন্দা সজীব, পরবু, বাবুল, শিবলু জানান, আহত অসুস্থ বিরল প্রজাতির হুতোম পেঁচাটিকে উদ্ধারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছে এতেই আমরা খুশি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন