মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছা শহরের পিলখানার বটগাছে অবস্থান করছিল একটি পেঁচা । গত মঙ্গলবার ঐ পেঁচার উপর হামলা চালায় একদল কাক। অসুস্থ আর প্রাণভয়ে কিছুক্ষণ এদিক ওদিক ওড়ার পর আর না পেরে পেঁচাটি হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে । পেঁচাটির করুণ দশা স্থানীয়দের চোখে পড়ে । পেঁচাটি তখন প্রাণবাঁচানোর চেষ্টা করছে ।
এলাকাবাসী জানান, তারা ভাবতে লাগলেন, এ ভাবে বেশিক্ষণ থাকলে পেঁচাটা যে মরে যাবে! অবশেষে উদ্ধার করা হল পেঁচাটাকে । উদ্ধার করা হলেও ডানা মেলে উড়তে পারছিলনা পেঁচাটি । যদিও গত দুইদিন তাদের চেষ্টায় অবশেষে আজ বৃহস্পতিবার মুক্তাগাছায় সুস্থ হয়ে নিজগৃহের উদ্দেশ্যে উড়াল দিল পেঁচাটি ।
স্থানীয় বাসিন্দা সজীব, পরবু, বাবুল, শিবলু জানান, আহত অসুস্থ বিরল প্রজাতির হুতোম পেঁচাটিকে উদ্ধারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছে এতেই আমরা খুশি ।
ভাই খুব ভালো লাগলো। আমি চাই আপনার এই ব্লগ আরও জনপ্রিয় হোক। আপনার ব্লগের থীম চেন্জ এবং লেভেলগুলো যদি সামনে আনেন তাহলে আরও ভালো হবে।। আমি চাই আমার এলাকার এলাকার একটি সংবাদ সাইট হোক। আমি একজন ফ্রীল্যন্সার। যোদি আপনার কোন প্রয়োজন পড়ে আমাকে বলবেন আমি আপনার সাইট উন্নতিতে সাহায্য করবো।।
উত্তরমুছুন