পৃষ্ঠাসমূহ

বুধবার, ৪ মার্চ, ২০২০

ময়মনসিংহে বিভাগীয় বই মেলা উদ্বোধন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ


স্টাফ রিপোর্টার : বই হলো জ্ঞ্যানের পাহাড়, বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয়নি, মুজিববর্ষেরর অঙ্গিকার গ্রামে গ্রামে পাঠাগার কথাগুলো বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ । সপ্তাহব্যাপী এই বই মেলা বেলুন উড়িয়ে উদ্ধোধন ঘোষনা করেন । বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে সার্কিট হাউজ জিমনেসিয়ামে ৬৩ টি স্টল নিয়ে প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৯ টা পযন্ত বই মেলা চলবে। জেলা প্রশাসক মিজানুর রহমান এর সভাপতিত্ব করেন। তিনি বলে কলেজের ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে বলেন ফেইসবুক ও পার্কের বন্ধুদের থেকে তোমাদের কে আমরা বেশী ভালোবাসি । তোমরা প্রত্যকে সপ্তাহব্যাপী এই বই মেলা থেকে ১ টি করে হলেও বই কিনবে। ময়মনসিংহ জেলা প্রশাসকের আয়োজনে, ঢাকা জাতীয় গ্রন্হকেন্দ্রর উদ্দ্যেগে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এই বই মেলা। মেলা উদ্ধোধন পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রাজস্ব এ এইচ এম লোকমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, এএসপি (প্রশাসন) জয়ীতা শিল্পী, পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির সভাপতি আব্দুর রব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন