স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবারের সাথে অভিমান করে নগদ ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে মুক্তাগাছা পুলিশ । শনিবার সাব্বির আহমেদ রাকিন নামের বার বছর বয়সী শিশুকে তার বাবার কাছে টাকাসহ বুঝিয়ে দেয়া হয় । জানা যায়, গত বৃহস্পতিবার মা-বাবার অগোচরে বাড়ির সিন্ধুকে রাখা নগদ ৮লাখ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মুক্তাগাছা থানার তারাটি ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা ধান-চালের ব্যবসায়ী তারেকুল ইসলামের পুত্র রাকিন ।
থানা পুলিশ জানায়, সাব্বির আহমেদ রাকিন একটি হাফিজিয়া মাদ্রাসায় থেকে পড়াাশোনা কওে । বাবার কাছে ধর্মসভায় যাওয়ার জন্য আবদার করে, কিন্তু বাবা রাজি না হওয়ায় সে রাগ করে গত বৃহস্পতিবার সকাল বেলা ঘরের ট্রাংক থেকে ৮ লক্ষ টাকা নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিখোঁজ হয় । এরপর সারা রাত সে ময়মনসিংহ রেল স্টেশনে কাটায় । তারপর অজ্ঞাত ব্যক্তির সাথে পরিচয় হয় এবং তার হাত ধরে ত্রিশাল চলে যায় । মুক্তাগাছা থানার পরিদর্শক ওসি(তদন্ত) মো. জাহাঙ্গীর আলম ও এসআই আবুল খায়েরের নেতৃত্বে খোঁজাখুঁজির একদিন গত শুক্রবার বিকালবেলা অক্ষত অবস্থায় রাকিনকে ময়মনসিংহের ত্রিশাল থানার একটি গ্রাম থেকে পুরো ৮ লক্ষ টাকাসহ উদ্ধার করা হয় ।পরে পরিবারের কাছে টিাকাসহ শিশুকে বুঝিয়ে দেয়া হয় ।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, বিষয়টি আমাদের কাছে ছিল অনেক চ্যালেঞ্জের । কারণ এই টাকাগুলোর জন্য ছেলেটির জীবন বিপন্ন হতে পারত । কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এমন কিছু ঘটে নাই । অবশেষে শনিবার উদ্ধারকৃত টাকাসহ রাকিনকে তার পিতার কাছে বুঝিয়ে দেয়া হয় । সকল বাবাদেরকে অনুরোধ করে ওসি বলেন, আপনাদের টাকা পয়সাসহ মূল্যবান জিনিসগুলো সুরক্ষিত রাখুন এবং নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন