পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

মুক্তাগাছায় দুর্ভোগে পড়া মানুষের বাড়িতে সাবেক এমপি মুক্তি


স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দুর্ভোগে পড়া মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন মুক্তাগাছার সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি। রাতের আঁধারে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ত্রাণ বিতরণ করেন তিনি। বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা শহরের পাড়াটঙ্গী, কাঠগড়া, পয়ারকান্দি, মুজাটি, ইশ্বরগ্রাম, চৌরঙ্গী মোড়, মধ্যহিস্যাসহ প্রভৃতি স্থানে মানুষের মাঝে চাল, ডাল, আটা, তেল, আলু, পিঁয়াজ ও সাবানসহ বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতার উপর গুরুত্বারোপ করে সাবেক এমপি বলেন, আমি মুক্তাগাছার সন্তান। সব সময় আমি আপনাদের সাথে থেকেছি এ দূর্যোগেও আছি। কেউ যেন না খেয়ে মরে সে লক্ষে আমি ও আমার জাতীয়পার্টি নেতৃবৃন্দ সব সময় তৎপর থাকছি। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহমেদ মুক্তি'র সহধর্মিণী জেলা পরিষদ সদস্য বেগম জোসনারা মুক্তি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন