পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

মুক্তাগাছায় আমাদের প্রতিবেশীর খোঁজ খবর রাখবো --- বাপ্পী


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দোবশীষ ঘোষ বাপ্পী । ভলেন্টিয়ার ও তার সমর্থকদের মাধ্যমে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। কয়েক সপ্তাহ যাবৎ দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। করোনা সংকট চলাকালীন সময়ে কর্মহীন জনগোষ্ঠীসহ নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে তার এই ব্যক্তিগত সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দেবাশীষ ঘোষ বাপ্পী। তিনি জানান, মুজাটি গ্রামে ৩৭টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি । এই কাজে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছেন রুকন,রব্বানীর নেতৃত্বে বেশ কয়েকজন।এছাড়াও আটানীবাজারের দোকান থেকে ১১জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয় । প্রতিদিন কমবেশী কাজ আমরা চালিয়ে যাচ্ছি।আমার অনেক ভাই বোনেরা আমার কাছে তাদের এলাকার সমস্যাগ্রস্ত মানুষের খবর জানান, আমার এই কর্মকা- একান্ত ব্যাক্তিগত উদ্যোগ, স্বজনরা আমায় কিছু সহযোগিতা করছেন । আমার সীমাবদ্ধতা আছে তাই সকলের কথা রাখতে পারছিনা বলে আমি দুঃখ প্রকাশ করছি।দেরিতে হলেও আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করব।আমি শেষে আবারও বলি আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ খবর রাখবো,এতে সমস্যা অনেক কমে যাবে বলে মনে হয়।

1 টি মন্তব্য: