পৃষ্ঠাসমূহ

বুধবার, ১ জুলাই, ২০২০

মুক্তাগাছায় সরকারি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে । ৩০ জুন মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি । শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলী ইদ্রিসের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু , সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, যুবলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক , লুৎফর হায়দার রাসেল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব প্রমুখ । জানা যায়, ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণির সুবিধা নিয়ে কলেজের যাত্রা শুরু যাত্রা শুরু হয় । দীর্ঘ সময়েও অবকাঠামোর তেন উন্নয়ন হয়নি । কলেজে চালু আছে ডিগ্রির নানারকম কোর্স এবং অনার্স ও মাস্টার্স পর্যায়ের পড়াশুনা। অধ্যক্ষ মোঃ আলী ইদ্রিস বলেন, দুটো খাপছাড়া দালান কলেজে উঠলেও সেই দালান দুইটি এতোই কান্ড জ্ঞানহীন যে শিক্ষার্থীদের নিত্য হাসির খোরাক। দালানের মেঝ ভেদ করে হা করে থাকা রডের কঙ্কাল, প্লাস্টার উঠে যাওয়া, ওয়াশরুমের চরম অব্যবস্থাপনা, রঙহীন মৃত দেয়াল, জানালা দরজা বিহীন স্যাঁতস্যাঁতে কক্ষে বসলে শিক্ষার্থীদের সুষ্ঠু কার্যক্রম ব্যহত হয়। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির চেষ্টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ছয় তলা এই একাডেমিক ভবনটি মু্ক্িত দিলো হতাশা থেকে, ক্লান্তি ও বিপন্ন বোধ থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন