পৃষ্ঠাসমূহ

রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মুক্তাগাছায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

 


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় উপজেলা বিএনপির ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির একটি অংশ। তারা এ কমিটিকে একটি স্বার্থানেস্বী মহলের প্ররোচনায় পকেট কমিটি বলে দাবি করেছেন। তারা এ কমিটি মানেননা। উপজেলা বিএনপি ঘোষিত কমিটি সম্পর্কে (বাইরে থাকা) বিক্ষুব্ধ নেতৃবৃন্দের পক্ষে সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন লিখিত বক্তব্য উত্থাপন করেন। তিনি লিখিত বক্তব্যে জানান, ১৩/০৬/২০২১ ইং তারিখে উপজলা বিএনপি ঘোষিত আহবায়ক কমিটি দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি এ কমিটিকে একটি পূজার কমিটি বলে দাবী করেন। বাংলাদেশে স্বৈরশাসন কায়েম হয়েছে এবং জাতীয়তাবদী সকল শক্তির ওপর হামলা, মামলা, নিপীড়ন, নির্যাতন চলছে ঠিক সেই মূহুর্তে প্রয়োজন ছিল অতীতে যে সকল নেতাকর্মী আন্দোলনে ব্রত ছিল যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন জন প্রতিনিধিত্ব মূলক পদে অধিষ্ঠিত থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাদের সমন্বয়ে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী কমিটি গঠন করা উচিত ছিল। কিন্তু বর্তমান যে কমিটি দিয়েছে তা অযোগ্য, অদক্ষ ও বির্তকীত ব্যক্তিদের সমন্বয়ে দুর্বল বা পকেট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি দিয়ে উপজেলা পর্যায়ে বিএনপির এ দুর্যোগ মূহুর্তে রাজনীতি মাঠে থাকা সম্ভব নয়। তিনি এ কমিটি গঠনের পুরোধা হিসাবে কাজ করেছেন ময়মনসিংহ জেলা (দঃ) যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ জাকির হোসেন বাবলু। তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য বির্তকীত পকেট কমিটি দিয়েছেন। 


জাকির হোসেন বাবলু যার অতীতে ছাত্রদল, যুবদল, বিএনপির সাথে কোন সম্পৃক্ততা ছিল না। এবং যার কোন আন্দলোন সংগ্রামে যোগদানের ইতিহাস নাই। তিনি স্বেচ্ছাচারিতা, খামখেয়ালীপনা, বিত্তবৈভবের দাপট দেখিয়ে সংগঠনের মাপকাঠি বিচার না করে এ কমিটি করেছেন। যা সামনে বিএনপির মাঠে রাজনীতির জন্য অসনি সংকেত হিসাবে উল্লেখ করেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির পাঁচ বারের সাবেক সহ সভাপতি ও পাঁচবারের ইউপি চেয়ারম্যান হায়দার রেজা আনাম,  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম শাহরিয়ার শরীফ, শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং মুক্তাগাছা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ বাবুল, বিএনপি নেতা নূরুল হুদা নূরু, নূরুজ্জামান হিরা, আবু বকর সিদ্দিক প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।এর আগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন