স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার এক নং দুল্লা ইউনিয়নের তরুনখালি সড়কে সাবেক ইউপি চেয়ারম্যান হায়দর রেজা আনামের বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তার কালভার্ট ভেঙে গিয়ে ভারী যানচলাচল বন্ধ রয়েছে।
ভাঙা কালভার্টটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কমপক্ষে ৭মাস আগে কালভার্টের ২টি অংশ বিশাল আকারে ভেঙে গেলে তা সংস্কার কিংবা নতুন করে নির্মাণ করার কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। চরম দুর্ভোগে পড়েছেন অত্র এলাকার ওইলদাহাটা, ছালোরা, নয়াবাড়ি, বয়ালবাড়িসহ বেশকিছু গ্রামের লোকজন।
রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, ভটভটি ও অন্যান্য ছোট যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে কালভার্টটি পার হচ্ছে। গ্রামগুলোর অধিকাংশ লোকই কৃষিজীবী। ভাঙা কালভার্টের কারণে তাদের উৎপাদিত ফসল ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছে না। ফলে ফসল উৎপাদন করে ভাঙা কালভার্টের কারণে লোকসান গুনতে হচ্ছে।
এলাকাবাসী কালভার্টটি সংস্কার ও কাঁচা রাস্তা পাকা করার দাবি জানান ।
উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, এই কালভার্টটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল । রাস্তাটি এলজিইডি বিভাগের না । তারপরও কিভাবে সংস্কার করা যায় তা দেখছি । এলজিইডির মাধ্যমে অনুমতি ও অর্থ বরাদ্দ পেলেই কালভার্ট সংস্কার পাশাপাশি পাকা রাস্তাও নির্মাণ করা হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন