পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

মুক্তাগাছা হাসপাতালে মিলছে ৩ টাকায় চিকিৎসা

 


মনোনেশ দাস : মুক্তাগাছার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন মানুষ । ২০১১ সালের ৩১ বেডের হাসপাতাল ৫১ বেডে উন্নীত করা হয় । হাসপাতালে আছে আধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসক থাকায় মানসম্মত চিকিৎসাসেবা সুবিধা পাচ্ছেন গ্রামের মানুষ। মানুষের মূল্যবান চোখ, দাতসহ নানান চিকিৎসা সেবা পাচ্ছেন ।   

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হয়েছে। ডাক্তার- নার্স ও স্টাফদের সেবার মানসিকতা আছে। রোগীদের ওষুধ খাবারসহ যথাযথ সুযোগ পাওয়া যায়। মাত্র ৩ টাকায় সেবা, রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে ভাল ব্যবহারের মাদ্যমে সুষ্ঠু চিকিৎসা দেন । 

মানসম্মত চিকিৎসা সেবা নেয়াটা দিন দিন নিম্নমধ্যবিত্ত ও গরিবের নাগালের মধ্যে । ভেতরে ভেষজ, ওষুধি, ফুলের বাসান । বসার ব্যবস্থা করেছেন, মুক্তাগাছার এমপি সংস্কৃতি প্রতিমন্ত্রী একেএম খালিদ ।


মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, দালালের দৌরাত্ম্যনেই । স্থান সংকট হওয়ায় ভবন বরাদ্দসহ আরো উন্নয়নে বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন