পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

মুক্তাগাছা স্বেচ্ছাসেবক দল একাংশ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

 


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা উপজেলা ও পৌরশাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির একাংশের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছে। অসাংগঠনিক ও অনৈতিকভাবে কমিটি গঠনকে দায়ি করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলহাস আহাম্মেদ ও সাদ্দাম হোসেন অপু। এ সময় আহ্বায়ক কমিটির ১৪ জনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তারা বলেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম আট বছর বিদেশ ছিলেন। সদস্য সচিব মোঃ সাঈদুজ্জামান সাঈদ দলীয় কর্মী সম্মেলনে যোগ দেননি। তিনি প্রার্থী হবেন এমনটাও কখনো বলেননি। জুলহাস আহাম্মেদ বলেন, আমি শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। ১৭টি মামলায় আমি ৫ বার জেল খেটেছি। হামলায় আহত হয়ে ৪০টি সেলাই নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি। যোগ্যদের নিয়ে কমিটি করা না হলে, আমরা পদত্যাগ করবো ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টুটুল বলেন, যোগ্য নেতার মূল্যায়ন করা উচিত । কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে । আমাদের কিছু করার নেই ।

এ বিষয়ে জানতে ময়মনসিংহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু মুঠোফোনে বলেন, দলীয় যেকোন সিদ্ধান্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় পরিচালিত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ নিয়েই যোগ্য নেতৃত্বের মূল্যায়ন হয়ে থাকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন