মনোনেশ দাস : ১৯৮৭-৮৮ সাল থেকে মুক্তাগাছায় পরিবেশবান্ধব ফসল তুলার চাষ হয়ে আসছে। এটি চাষে জমি উর্বরতা বৃদ্ধি পাচ্ছে । উপজেলার দুল্লা ও দাওগাঁও ইউনিয়নের কামারিয়া, নয়াপাড়া, কাটাজানি, হালিদা, খাজুলিয়া, কমলাপুর প্রভৃতি গ্রামে বৈচিত্রময় তুলার চাষ হচ্ছে ।
চলতি উৎপাদন মৌসুমে প্রতি বিঘায় ১০ মন হিসাবে ১ হাজার মন লক্ষ্যমাত্রা নিয়ে ৩৩ একরে তুলার উৎপাদন হয়েছে । তুলা চাষে সংশ্লিষ্ট আছেন নারী- পুরুষ মিলিয়ে ৭৫ জন । তুলা উন্নয়ন বোর্ডের মুক্তাগাছার ইউনিট অফিসার মো: রেজাউল করিম জানান । ১৬টি প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে ।
ইতিহাস থেকে জানা যায়, মুক্তাগাছাসহ সারাদেশে মসলিন শিল্প বিখ্যাত ছিল । শিল্পের প্রধান উপাদান তুলা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন