শাহজাহান সিরাজ , জাপান :
ভিন্নপথের পথিক – চারণ সাংবাদিক মনোনেশ দাস
প্রায় ৩০ বছর পর সকালে হঠাৎ চারণ সাংবাদিক ‘মনোনেশ দাস’ সঙ্গে নানান বিষয়ে অনেক কথা হলো। আমি তার ভাবনা, কাজ ও একাগ্রতার গল্প শুনে অনুপ্রাণিত হলাম।
স্কুলে পড়াকাল থেকে ‘দৈনিক সংবাদ’ এ চারণ সাংবাদিক মোনাতাজউদ্দিনের লেখা পড়া ছিল আমার অভ্যাস। মোনাতাজউদ্দিনের ভিন্নধারার গল্পবলার ষ্টাইলে মফস্বলীয় সাংবাদিকতা আজো হৃদয়ে ভালোবাসার মালা গেঁথে আছে। সে কথাটা আজ মনোনেশ দা মনে করিয়ে দিল।
মোনাজাত উদ্দিনের মত একই ষ্টাইলে, আমার জন্মস্থান মুক্তাগাছার সাংবাদিক ‘মনোনেশ দাস’ গত তিনযুগ ধরে চারণ সাংবাদিকতা করছেন। যে সব সংবাদ ও বিষয়কে মূলধারার মিডিয়া ও সংবাদপত্রগুলো সংবাদই মনে করে না, সে সব বিষয়কে সংবাদ বানানোই মনোনেশ দাসের কাজ। অজানা, তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় ও প্রান্তিক মানুষের প্রতি পাঠকদেরকে আগ্রহী করে তোলা, সংবাদ প্রকাশের মাধ্যমে তৃণমূল মানুষকে অনুপ্রাণিত করাই তার শিল্প ।
আর এই সুকর্মটি করতে করতে তিনি আজ জনপ্রিয়। মনোনেশ দা দীর্ঘদিন ধরে আমার পরিচিত । তবে মুক্তাগাছায় থাকতে তার সাথে তেমন সখ্যতা গড়ার সুযোগ হয়নি, তবে হৃদয়ে অন্যরকম টান ছিল। দেখা হলেই আপনজন মনে হতো। কাকতলীয় ভাবে আমি ও মনোনেশ দা একই গ্রাম ‘মুজাটি’তে জন্মেছি। হয়তো অজানা সে কারণেই আমাদের মাঝে অদৃশ্য একটু বেশী টান আছে। মনোনেশ দা’ আমার চেয়ে বয়সে চার বছরের ছোট হলেও তার হাসিমাখা মুখ সবসময় আমাকে বুন্ধত্বের আবেগে কাছে টানে।
ইন্টারনেটের মাধ্যমে জাপান থেকেও আমি তার লেখা নিয়মিত পাই। তার সংবাদ আর হাসিমাখা মুখ আমাকে বারবার প্রিয় মফস্বল মুক্তাগাছায় নিয়ে যায়। কৈশোরের নস্টালজিয়া জাগায়।
সোশাল মিডিয়ার এই মাগনা ডিস্ট্রিবিউশনের যুগে লেখালেখি ও সাংবাদিকতাকে পেশা হিসাবে নেয়া মুস্কিল। মনোনেশ দা’র জীবনেও তা ঘটেছে। প্রথম থেকে পেশাজীবি সাংবাদিক হলেও, জীবিকার কারণে ডিজিট্যালের এই মরাযুগে ফুলটাইম সাংবাদিকতা করতে পারেন না, ব্যবসাকে বিকল্প আয়ের পথ হিসাবে নিয়েছেন। তারপরও তিনি লেখালেখি ও সাংবাদিকতা ছাড়েননি। যথা সম্ভব সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
সাংবাদ ও গল্পবলায় মানুষকে অবিরত অনুপ্রানিত করে চলছেন। গ্রামীণ ও মফস্বলের সাংবাদিকতাকে জনপ্রিয় করার চেষ্টা বহাল রেখেছেন। মুক্তাগাছা ও ময়মনসিংহ এলাকার ‘প্রতাপি ও বাহুল্যে’র স্রোতে হারিয়ে যাওয়া সংস্কৃতি, মানুষ ও প্রকৃতিকে বিভিন্ন মাধ্যমে নানান ভাবে তুলে ধরছেন।
কাজের বহু স্বীকৃতির পাশাপাশি পেয়েছেন ‘নাগরিক চেতনা সাহিত্যসংঘের বিশেষ সন্মাননা। সাংবাদিকতা করেছেন বিখ্যাত দৈনিক জাহান, দৈনিক অগ্নিশিখা, দৈনিক শ্বাশত বাংলা, ইংরেজি দি ডেইলি গুড মনিং এবং দৈনিক ইত্তেফাকে । বর্তমানে সাংবাদিকতা, ব্যবসার পাশাপাশি লিখছেন বিডি নিউজ টুয়েনটি ফোর, সামহোয়ারইনব্লগ, কাগজ ব্লগে ।
মুক্তাগাছার সু-সন্তান চারণ সাংবাদিক মনোনেশ দাসের সুস্বাস্থ্য ও আরো সফলতা কামনা করছি। ( লিংক : https://shahjahansiraj.com/literature/manonesh-das/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন