পৃষ্ঠাসমূহ

রবিবার, ২০ মার্চ, ২০২২

মুক্তাগাছায় জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত


 স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় জাতীয় পার্টির বর্ধিত সভা হয়েছে । ১৯ মে শনিবার বিকালে ডাকবাংলো মাঠে হয় । জাতীয় পার্টির সাবেক যুগ্ম-মহাসচিব ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তির সভাপতিত্ব করে ।

প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এমরান হোসেন মিয়া, উপজেলা সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমদ খান সুলতান, মির্জা আবুল কালাম, শরিফুল ইসলাম বিপ্লব, জেলা দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজুসহ প্রমুখ

ফকরুল ইমাম এমপি বরেছেন, সরকার মেগা প্রকল্পের নামে করছে মেগা দুর্নীতি করছে। দেশের মানুষ আজ ভাল নেই। দেশের মানুষ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে সরকারের সুবিধাভোগী নেতা ও আমলা এবং অন্য ভাগে দেশের সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, টিসিবির গাড়ির পিছনে বড় লোকদের ভিড়, সাধারণ সুবিধা পাচ্ছে না। জাতীয় পার্টিকে মানুষ ভালবাসে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন