ময়মনসিংহ ব্যুরো : মুক্তাগাছা তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে অরিয়েন্টেশন ও তথ্য চেয়ে আবেদন ফরম পূরণ প্রশিক্ষণ প্রদান হয়েছে।
উপজেলা প্রশাসান ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে রবিবার বিকেলে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী।
তথ্য অধিকার বিষয়ক অরিয়েন্টশন প্রোগ্রাম পরিচালনা করেন সনাক সদস্য অধ্যাপক আব্দুস সবুর। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুক্তাগাছা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মনোনেশ দাস, সনাক সহ সভাপতি মাহবুবুল আলম রতন, স্বজন সদস্য ও এম ইউসুফ প্রমুখ। প্রসঙ্গত ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এ বিষয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্যে হয় ১৭-২৩ মার্চ তথ্য ও পরামর্শ ডেক্স উপজেলা পরিষদ চত্বর।
অরিয়েন্টেশন ও তথ্য চেয়ে আবেদন ফরম পূরণ প্রশিক্ষণ ২১ মার্চ হাজী কাশেম আলী মহিলা কলেজে, ২২ মার্চ মুক্তাগাছা মহাবিদ্যালয়, ২৭ মার্চ মিনি ট্রাক শো ও ২৮ মার্চ সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন