পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৬ মার্চ, ২০২২

মুক্তাগাছায় ফাঁসিতে ঝুলে ছাত্রের আত্নহত্যা

স্টাফ রিপোর্ার : ময়মনসিংহের মুক্তাগাছায় ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে সিদ্দিকুর রহমান রিজন নামে আনন্দমোহন বিশ^বিদ্যালয় অনার্স পড়ুয়া এক ছাত্র আত্নহত্যা করেছে ।
গতকাল ২৬ মার্চ শুক্রবার রাতে ৬নং মানকোন ইউনিয়নের আধপাকিয়া গ্রামে এঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ পুত্র রিজন আত্নহত্যার আগের দিন নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেয় ।
পোস্টে লিখে, তোমার ব্যর্থতার মাঝে রুকিয়ে আছে সাফল্যের বীজ । একদিন তুমি পারবে জয় করতে । কাকে উদ্দেশ্য করে তার এই পোস্ট তা জানা যায়নি।
মুক্তাগাছা থানার অফিসার ইসচার্জ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক রোগাক্রান্ত ছিল । ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে আজ শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন