পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

মুক্তাগাছায় স্কুল ভবন ছাদ বিমের ঢালাই ধ্বসে আহত ২

 

মুক্তাগাছা , 24 march
মুক্তাগাছায় একটি হাই স্কুলের ছাদের ভবনের ঢালাই ধ্বসে কমপক্ষে দুইজন আহত হয়েছেন ।
মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের চেচুয়া বাজার সংলগ্ন চেচুয়া উচ্চ বিদ্যালয়ের অফিস রুমে আজ বৃহস্পতিবার ২৪ মার্চ সকালে স্কুল চলাকালে এঘটনা ঘটে ।
আহতরা হলেন, স্কুলের শিক্ষিকা রোজিনা আক্তার এবং দপ্তরী মাঈনুল হক । আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে ।
প্রধান শিক্ষক মো: আব্দুল আওয়াল জানান,  ১৯৭১ সালে প্রতিষ্ঠিত স্কুলের ভবনটি নির্মাণ করা হয় ১৯৯৫ সালে । দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ । সাড়ে ৬ শতাধিক শিক্ষার্থী স্কুলে পড়ে । ক্লাসরুম স্থান সংকটের কারণে শিক্ষকরা এই ঝুঁকিপূর্ণ অফিসেই কাজ করতে বাধ্য হচ্ছেন । ভবনের ছাদ বিমের প্লাস্টার ধ্বসে পড়ায় আতঙ্কের মধ্যে আছি । ভবন সংস্কারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শনে আসবেন বলে জানান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন