photo

সোমবার, ৭ মার্চ, ২০২২

নয় বছর পর খোলা হল পায়ের শিকল


 নয় বছর পর পায়ে বাঁধা শিকল খুললেন সাংবাদিক রফিক

বিশেষ প্রতিনিধি

মাত্র ৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী দুধের বাচ্চা মেয়ে শিশুকে নিয়ে অকূল পাথারে পড়ে গিয়েছিলেন, মুক্তাগাছার মহেশপুরের বাসিন্দা জুলহাস রীনা দম্পতি । সংসার চালাতে গিয়ে নিজের মেয়ের পায়ে শিকল পরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন । তিন বছর বয়সে বাঁধা সেই শিকল খুলে দেয়া হলো নয় বছর পর । সবই হয়েছে সাংবাদিক খায়রুল আলম রফিকের বদৌলতে । 

ভ্যান রিকশা চালক জুলহাস আর স্ত্রী রীনা সংসার আর ফুট ফরমায়েসে যা আয় তা দিয়ে আরো এক বছর বয়সী আারেকটি মেয়ে নিয়ে চলছে না সংসার । প্রতিবন্দী মেয়ে সরকারি সুবিধা পাবে এ আশায় স্থানীয় যুবলীগ লীগ নেতা মোফাজ্জল হোসেনের হাতে দিয়েছিলেন, মেয়ের চিকিৎসায় জমানো ৭ হাজার টাকা । ৬ মাস পেড়িয়েছে । প্রতিবন্ধী ভাতার কাড দেয়া হয়নি । মোফাজ্জল হোসেনের কাছে বারবার তাগাদা দিয়েছেন । তিনি জানিয়েছেন, টাকা সমাজসেবা বিভাগের এক জনের কাছে দিয়েছেন ।

দম্পতির জমানো দু:খ দুর্দশা আর দীর্ঘ নয় বছর পায়ে পরা শেকলের দৃশ্য নজড় এরায়নি স্থানীয় সাংবাদিক আনিসুর রহমানের চোখ । এরই মাঝে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আনেন মানবাধিকার সংগঠনের খায়রুল আলম রফিক। তিনি খুলে দেয়ার ব্যবস্থা করেন পায়ের শিকল ।

লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করানন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) এনমুল হকের। তাৎক্ষনিক মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুরের মাধ্যমে ভূক্তভোগীদের বাড়িতে পাঠান । ইউএনও গাড়িতে করে নিয়ে আসেন নিজ অফিসে । দম্পতির সন্মতিতে প্রতিবন্ধী মেয়ের সুচিকিৎসায় সরকারিভাবে যা যা করনীয় তাই করা হবে আশ্বাস দেন ।

মানবিকতায় সাংবাদিকদ্বয়ের ভূমিকায় খুশি এলাকাবাসী । সচেতন মহল সাংবাদিকের প্রশংসা করে, অনুকরনীয় অনুসরনীয় মানবিক কাজ করে রফিক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছেন, মহত্নের গুণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন