ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মোহীত উল আলম মঙ্গলবার নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাকে নিয়োগ দান করেন। তিনি সদ্য প্রয়াত উপাচার্য অধ্যাপক কবি খোন্দকার আশরাফ হোসেনের স্থলাভিসিক্ত হলেন। খোন্দকার আশরাফ চলতি বছরের ৬মে’১৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগদান করে ১৬ জুন ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মাত্র ৪১দিন উপাচার্যের দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ হুমায়ুন কবীর জানান, অধ্যাপক মোহীত উল আলম এর আগে বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর ইংরেজী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক মোহীত উল আলম এরপূর্বে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইংরেজী ও বাংলায় বিভিন্ন গ্রন্থের প্রণেতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন