মুক্তাগাছা উপজেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝাঁপ দাও: পরিভ্রমণ, অনুসন্ধান
Muktagacha
মুক্তাগাছা
— উপজেলা —
মুক্তাগাছা উপজেলা বাংলাদেশ-এ অবস্থিত
Muktagacha
Location in Bangladesh
স্থানাঙ্ক: 24°45.5′N 90°16′E
Country Bangladesh
Division Dhaka Division
District Mymensingh District
আয়তন
• মোট ৩১৪.৭১
জনসংখ্যা (2008)
• মোট ৩,০০,০০০
• ঘনত্ব ১,০২২
সময় অঞ্চল BST (ইউটিসি+6)
Postal code 2210
ওয়েবসাইট Official Map of Muktagachha
মুক্তাগাছা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা। মুক্তাগাছা মযমনসিংহ জেলার পশ্চিমে অবস্থিত। ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছা উপজেলা সদরের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। মুক্তাগাছা মণ্ডার জন্য সুপ্রসিদ্ধ। মুক্তাগাছার জমিদাররা ঊনবিংশ শতাব্দীতে ময়মনসিংহ শহরের উন্নয়নের জন্য বিশেস অবদার রেখেছেন।
পরিচ্ছেদসমূহ
১ ভৌগোলিক অবস্থান
২ প্রশাসনিক এলাকা
৩ ইতিহাস
৪ জনসংখ্যার উপাত্ত
৫ শিক্ষা
৬ অর্থনীতি
৭ কৃতী ব্যক্তিত্ব
৮ বিবিধ
৯ আরও দেখুন
১০ বহিঃসংযোগ
ভৌগোলিক অবস্থান
উত্তরে ময়মনসিংহ সদর ও জামালপুর সদর উপজেলা, দক্ষিণে ফুলবাড়িয়া উপজেলা, পূর্বে ময়মনসিংহ সদর ও ফুলবাড়িয়া উপজেলা, পশ্চিমে মধুপুর ও জামালপুর সদর উপজেলা। প্রধান নদীঃ আয়মন, শিবখালী, সুতিয়া, ববিল, হাওদা, বাইহা, খালিয়া, দাবিয়া, চিতল প্রভূতি উল্লেখযোগ্য বিল। মুক্তাগাছার মোট আয়তনঃ ৩১৪•৭১ বর্গ কিমি। বনভূমি ১২৫২ হেক্টর। মুক্তাগাছার অবস্থান 24.7583°N 90.2667°E । শুমারী অনুযায়ী এখানে ৬৪০৪৪ টি ঘর আছে।
প্রশাসনিক এলাকা
মুক্তাগাছা থানা সৃষ্টি ১৯৬১ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। পৌরসভা ১টি, ওয়ার্ড ৯টি, মহল্লা ২০ টি, ইউনিয়ন ১০টি, মৌজা ২৬১টি, গ্রাম ২৭৩টি। উপজেলা শহর ৯ টি ওয়ার্ড ও ২০ টি মহল্লা নিয়ে গঠিত। আয়তন ৭•২৮ কিমি। পৌরসভা সৃষ্টি ১৮৭৫ সালে। জনসংখ্যা ৩৭০৪৩ যার পুরুষ ৫০•৬৩ শতাংশ এবং মহিলা ৪৯•৩৭ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে ৫০৮৮ জন। প্রশাসনঃ
ইতিহাস
জমিদার আচার্য্য চৌধুরীর বংশ মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন বলে জানা যায়। তারা শহরের গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদ াবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। নবাবের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় ১১৩২ সালে তিনি সেই সময়ের আলাপসিং পরগণার বন্দোবস্ত নিয়েছিলেন। উল্লেখ করা যেতে পারে যে, বর্তমানে মুক্তাগাছা শহরসহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল আলাপসিং পরগণার অন্তর্ভূক্ত। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য্য চৌধুরীর চার ছেলে রামরাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম বগুড়া থেকে আলাপসিং এসে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। বসতি স্থাপনের আগে তারা এ পরগণার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। সে সময় আলাপসিং পরগণায় খুব একটা জনবসতি ছিলনা। চারদিকে ছিলো অরণ্য আর জলাভূমি। শ্রীকৃষ্ণ আচার্য্যের চার ছেলে ব্রক্ষ্রপূত্র নদের শাখা নদী আয়মানের তীরবর্তী স্থানে নৌকা ভিড়িয়ে ছিলেন। তারা যে স্থানে নৌকা ভিড়িয়ে ছিলেন, সে স্থানটিকে এখনো পর্যন্ত রাজঘাট নামে ডাকা হয়। রাজঘাটে নৌকা ভিড়ানোর পরবর্তী সময়ে এলাকার অধিবাসীগণ সেই সময়ের প্রথা অনুযায়ী জমিদারদের সাথে সাক্ষাত করেন এব ং নিজেদের সামর্থ্য অনুযায়ী নজরানা দেন। সেই সময়ে উল্লিখিত স্থানটির নাম ছিল বিনোদবাড়ী। বিনোদবাড়ীর বাসিন্দাগণ ছিল প্রান্তিক চাষী ও জেলে। জমিদারদের যারা নজরানা দিয়ে ছিলেন, তাদের মধ্যে মুক্তারাম কর্মকার নামক এক ব্যক্তি তার নিজের হাতের একটি পিতলের গাছা বা দীপাধার জমিদারদের নজরানা দেন। জমিদারগণ মুক্তারামের মুক্তা এর সাথে গাছা শব্দটি যোগ করে বিনোদবাড়ীর পরিবর্তে জায়গার নামকরণ করেন মুক্তাগাছা। সেই থেকে মুক্তাগাছা নামকরণটি চলে আসছে।
জনসংখ্যার উপাত্ত
মোট জনসংখ্যা ৩,৬৬,৩৯৭ জন (২০০১ সনের আদমশুমারী অনুযায়ী), পুরুষ ১,৮৫,৯০৯ জন, মহিলা ১,৮০,৪৮৮ জন, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলো মিটারে ১,১৬৪ জন, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩১%।
শিক্ষা
শিক্ষার হার ৪৫।৯৩ শতাংশ। শিক্ষা প্রতিষ্ঠানঃ সরকারী কলেজ ১টি, বেসরকারী কলেজ ৩টি, উচ্চবিদ্যালয় ৪০টি, মাদ্রাসা ১৮টি, সরকারী প্রথমিক বিদ্যালয় ১০১টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৪৩টি। প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানঃ রামকিশোর উচ্চ বিদ্যালয় (১৮৯৩), নগেন্দ্র নারায়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয় (১৯০৭)।
অর্থনীতি
জনগোষ্ঠীর প্রধান পেশাসমুহ কৃষি ৪৭•৭১%, কৃষি শ্রমিক ২২•৭৬%, অকৃষি শ্রমিক ২•৮২%, ব্যবসা ৮•৩%, চাকরি ৩•৫৯%, অন্যান্য ১৪•৮২%। প্রথম শ্রেণীর আবাদি জমির মূল্য ০•০১ হেক্টর প্রতি ২৫০০ টাকা। প্রধান কৃষি ফসল ধান, পাট, পান, গম, আখ, সরিষা। বিলূপ্ত বা বিলুপ্ত প্রায় ফসলাদি স্থানীয় জাতের কলা, ডাল। প্রধান ফল আখ, কলা, জাম, তরমুজ, আম, কাঁঠাল, নারিকেল। মৎস্য, গবাদি পশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ১০৩টি, গবাদি পশু ২৭টি, হাঁস-মুরগি ৬১টি।
কৃতী ব্যক্তিত্ব
১। শামছুল হুদা চৌধরিী (প্রাক্তন স্পিকার, জাতীয় সংসদ)। (আদিবাড়ী আসাম)
বিবিধ
যোগাযোগ বিশেষত্ব পাকা রাস্তা ৩৮•৫০ কিমি, আধাপাকা রাস্তা ১১ কিমি, কাঁচা রাস্তা ৩১০ কিমি।
আরও দেখুন
১। ঐতিহ্যবাহী জমিদার বাড়ী্। ২। ঐতিহ্যবাহী মণ্ডার দোকান।
বহিঃসংযোগ
ময়মনসিংহ জেলা Flag of Bangladesh
উপজেলা/থানাঃ ত্রিশাল | গৌরীপুর | মুক্তাগাছা | ফুলপুর | হালুয়াঘাট | ময়মনসিংহ সদর | ভালুকা | ফুলবাড়িয়া | গফরগাঁও | ঈশ্বরগঞ্জ | নান্দাইল | ধোবাউড়া
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
বিষয়শ্রেণীসমূহ:
অসম্পূর্ণ
বাংলাদেশের উপজেলা
ময়মনসিংহ
পরিভ্রমণ মেনু
নতুন অ্যাকাউন্ট খুলুন
প্রবেশ করুন
নিবন্ধ
আলোচনা
পড়ুন
সম্পাদনা
ইতিহাস
প্রধান পাতা
সম্প্রদায়ের প্রবেশদ্বার
সমসাময়িক ঘটনা
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
অজানা যেকোনো পাতা
সাহায্য
দান করুন
মুদ্রণ/এক্সপোর্ট
বই তৈরি করুন
PDF ডাউনলোড
ছাপার যোগ্য সংস্করণ
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ
বিষ্ণুপ্রিয়া মণিপুরী
English
Русский
আন্তঃউইকি সংযোগ সম্পাদনা
এ পৃষ্ঠায় শেষ পরিবর্তন হয়েছিল ১৮:০০টার সময়, ৭ মার্চ ২০১৩ তারিখে।
লেখাগুলো ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্সের আওতাভুক্ত; এর সাথে বাড়তি পদ যুক্ত করা সম্ভব। ব্যবহারের শর্তাবলীতে বিস্তারিত দেখুন। উইকিপিডিয়া ® উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন