photo

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

মুক্তাগাছা দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্ত্রীসহ এ কর্মচারীকে আটক করে


মুক্তাগাছা : বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্থানীয় লেংড়া বাজারে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও অষুধসহ কারখানার মালিকের স্ত্রীসহ এ কর্মচারীকে আটক করে। জানা যায়, উপজেলার রামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নূরুল ইসলাম লেংড়া বাজারে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নামীদামি প্রসাধনী কোম্পানির লেভেল ব্যবহার নকল সামগ্রী তৈরি ও যৌন উত্তেজক অষুধ বাজারজাত করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মুক্তাগাছা দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন ও রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ লেংড়া বাজারে নকল ও ভেজালবিরোধী অভিযান চালায়। এ সময় অষুধ ব্যবসায়ী জয়নাল আবেদীনের দোকানে তল্লাশি চালিয়ে নকল অষুধের কারখানা আবিষ্কার করে এবং সেসঙ্গে বিপুল পরিমাণ নকল সামগ্রী আটক করা হয়। আটক মালামালের মধ্যে রয়েছে চায়না হর্স, জেনসন, জিনসিন হারবাল শরবত, পাওয়ার ফিলিংস, জেনসন পাওয়ার প্লাস নকল অষুধ এবং মেজিক লাইট স্পট স্ক্রিম, চন্দনাইন কুইন ফ্রেসওয়াশ, চন্দন রোজ সফট টাচ ও চন্দন লিপস্টিকসহ অন্য নকল সামগ্রী। এ সময় পুলিশ কারখানা থেকে দোকানের মালিক নূরুল ইসলামের স্ত্রী রওশন আরা ও কর্মচারী সাইফুল ইসলামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত রওশন আরাকে ছয় মাসের জেল এবং সাইফুলকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন