,alem+uddin(100)...jpg)
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার প্রত্যন্ত অঞ্চলের নিভৃত পল্লী দাওগাঁও ইউনিয়নের ক্ষিরবাড়ি গ্রামের বাসিন্দা আলিম উদ্দিন । বয়স ১০০ বছর । অসুস্থতা আর বয়সের ভারে কর্মহীন হওয়ায় বেঁচে থাকার অবলম্বন হিসাবে পেশা হিসাবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি । আলিম উদ্দিন জানান, বৃদ্ধা স্ত্রী প্রতিবন্ধী মেয়ে ও ৪ নাতি নাতনীকে লালন পালন করতে উপায় না থ্কাায় বাধ্য হয়েই মানুষের কাছে সাহায্য চাই । তিনি জানান, ৫জন ছেলে থাকলেও আমাদেরকে ফেলে রেখে শ্বশুর বাড়ি পাড়ি জমিয়েছে । আবার বাড়িতে রেখে গেছে তাদের ৪ সন্তান । দীর্ঘদিন ধরে পেটে দুরারোগ্য টিউমার । ডাক্তার দেখানোর পয়সা নেই । চলাফেরা করতে শরীর খুবই দুর্বল লাগে । এখন শুধু বিছানায় শুয়ে থাকতে মন চায় । পরিবারের সদস্যদের পেটের তাগিদে ভিক্ষা ছাড়া উপায় নাই । আপনার জন্ম কত সালে প্রশ্ন করা হলে জানান, তা বলতে পারবো না , দেশ হিসাবে ভারত , পাকিস্তান দেখেছি । জমিদাররা যখন মুক্তাগাছায় বাস করতেন তখন আমি যুবক ছিলাম । বয়স ১শ’র বেশী হবে । তিনি অভিযোগ করে বলেন ,আমার চেয়ে বয়স অনেক কম ব্যক্তিরা বয়স্ক ভাতা পান , সরকারী চাল পান । আবার এদের অনেকেই স্বচ্ছল । ইউপি চেয়রম্যান মেম্বারদের দ্বারস্থ হয়েছি কয়েকবার । কিন্তু তারা পাত্তা দেন না ।
ছবি ক্যাপশণ : শনিবার মুক্তাগাছা শহরে ভিক্ষা করতে দেখা যায় শতবর্ষী আলিম উদ্দিনকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন