photo

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় ডাক্তার বর এলো হেলিকপ্টার আর হাতিতে চড়ে


স্টাফ রিপোর্টার :গাজিপুরের কোনাবাড়ি থেকে হেলিকপ্টার যোগে মুক্তাগাছায় নেমে বর বিয়ে বাড়িতে আসলেন হাতিতে চড়ে । আজ শুক্রবার বেলা ৩টায় মুক্তাগাছা শহরের আরকে হাইস্কুল খেলার মাঠে এদৃশ্য দেখতে উৎসাহী হাজারো দর্শকের ভিড় জমে । কোনাবাড়ির বাসিন্দা গার্মেন্টস ব্যবসায়ীর পুত্র ডাক্তার মো: রাসেল দৃশ্যের প্রধান চরিত্রের বর । কণে মুক্তাগাছার শিল্পপতি হাবিবুর রহমান খোকন এর কন্য ডাক্তার লুৎফুনন্নেহার লতা । নতুন বাজার খেলার মাঠে হেলিকপ্টার থেকে নামার পর বরকে হাতিতে উঠিয়ে আনা হয় ,কণের বাড়ি আধাকিলোমিটার দূরে পৌরসভা গেইটের বিপরীতে আকন্দ ভবনের বিয়ে বাড়িতে । ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ছবি ক্যাপশণ , মুক্তাগাছা (ময়মনসিংহ ) শুক্রবার বেলা ৩টায় হেলিকপ্টার থেকে নেমে বর উঠেছেন হাতিতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন