photo

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় মাছের ব্যবসা করে লাখপতি কোটিপতি হওয়ার নেপথ্যে


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় মাছের চাষ করে অনেকেই আজ লাখপতি কোটিপতি । ৯০ এর দশক থেকে মুক্তাগাছায় শুরু হয় বাণিজ্যিক মাছ চাষাবাদ । গড়ে ওঠে মাছ নির্ভর ব্যবসা । মুক্তাগাছায় বিদেশী প্রজাতির মাছ ব্যাপকহারে উৎপাদন শুরু হলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক প্রসার বৃদ্ধি ঘটে । মানুষের অজ্ঞতাকে পূঁিজ করে ১শ’ থেকে ১শ’ ৫০ টাকা দরে কেনা মাছ বিক্রি হয় ৪শ টাকা থেকে ৫শ’ টাকা কেজি দরে । দেশী মাছ ভেবে অনেকেই হাইব্রীড মাছ ক্রয় করেন ৪/৫ গুণ অধিক দামে । কয়েক মাস ব্যবসা করে রাতারাতি কোটিপতি লাখপতি বনে যাওয়ার ঘটনা উন্মেচিত হয় যখন সবাই জেনে যায় এগুলি দেশী জাতের মাছ নয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন