photo

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

মুক্তাগাছা ট্যাক্সেস বার এসোসিয়েশনের কমিটি গঠিত


স্টাফ রিপোর্টার :ডাকবাংলোয় শুক্রবার সকালে (২৭ ফেব্রুয়ারি) মুক্তাগাছা ট্যাক্সেস বার এসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিন করা হয়েছে । নব নির্বাচিতরা হলেন , সভাপতি এডভোকেট স্বপন দে , সাধারণ সম্পাদক এড মাহবুব আলম খান । সহ সভাপতি রফিকুল ইসলাম বাবুল , যুগ্ন সাধারণ সম্পাদক এবিএম কামরুল হাসান লিটন , কোষাধ্যক্ষ খোকন ঘোষ , অডিটর সফিকুল ইসলাম স্বপন । সদস্য এড. বদর আহমেদ , ইদ্রিস আলী আকন্দ , অরুন কুমার দত্ত সৈয়দ শামছুল হক , শংকর রায় , শহিদুল ইসলাম বাদশা , মো: সজল ইসলাম রতন , গোলাম মোস্তফা , ফকরুজ্জামান , সাদেক হোসেন , আফজালুর রহমান পান্নু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন