photo

শনিবার, ১ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় রাজ রাজেশ্বরী মন্দিরে ফাটল


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার ঐতিহ্যবাহী রাজ রাজেশ্বরী মন্দিরের গ্রেডভিমে সম্প্রতি ফাটল দেখা দিয়েছে । মন্দিরটি যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে । ১৭শ’ দশকে স্থাপিত মন্দিরটি দেশের প্রতœতত্ত্ব সম্পদ । একসময় জমিদার এবং হিন্দু সম্প্রদায়ভুক্তগণ মন্দিরটিকে জাগ্রত হিসাবে বিবেচনা করতেন । জানা যায় , সরকারীভাবে মুক্তাগাছা জমিদার বাড়ি সংরক্ষণ ও সংস্কারের লক্ষে ৮০ লাখ টাকা ব্যয়ে কাজ এগিয়ে চলছে । অথচ এই উন্নয়নের আওতায় রাজ রাজেশ্বরী মন্দির নেই । ঐতিহাসিক প্রেক্ষাপটে বৃহত্তর ময়মনসিংহ এবং ভারতে শক্তি পূজার প্রধান ধর্মীয় উৎসবের কেন্দ্রবিন্দু ছিল এই মন্দির । এলাকাবাসী মন্দিরটি সংস্কারের দাবী জানান । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : রাজ রাজেশ্বরী মন্দিরের গ্রেটভিমে ফাঁটল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন