
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় উপজেলা নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার (১ মার্চ) গাবতলীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া হারুন , সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম শাহরিয়ার , মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজা রহমানসহ ঘোগা, দাওগাও , খেরুয়াজানি ও কাশিমপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

শ্রমিক লীগের কর্মী সমাবেশ
১৫ মার্চ উপজেলা নির্বাচন উপলক্ষে শ্রমিক লীগের উদ্যোগে গতকাল শনিবার (১মার্চ) শহরের ডাকবাংলো মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাবিুবুর রহমান হবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন , উপজেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি খালিদ বাবু । অন্যান্যের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার , ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: তারেক , মহিলা ভাইস চেয়ারম্যান রুমি দাস প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন