photo

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় মুক্তিযোদ্ধাদের সাময়িক দুর্ভোগ


স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মুক্তাগাছা শহরের উপকন্ঠে নির্মাণের অপেক্ষায় । কমপ্লেক্স নির্মাণের পূর্বে মুক্তিযোদ্ধারা সাময়িক দুর্ভোগ পোঁহাচ্ছেন । আজ শনিবার বিকালে নির্মানাধীন কমপ্লেক্স স্থানে দেখা যায় একটি চেয়ার টেবিল বিছিয়ে অফিসিয়াল কাজ চালাচ্ছেন মুক্তিযোদ্ধাগণ । সমবেত মুক্তিযোদ্ধা জিন্নত আলী জিন্নাহ, বাসেদ আলী আকন্দ, আশুতোষ চন্দ্র দাস, ইয়াসিন আলী , আক্তার আলী , ওয়াজ উদ্দিন জানান , মুক্তিযোদ্ধাদের ভাতা সংক্রান্ত কাগজ পত্র ঠিক ঠাক করা হচ্ছে । ঘর না থাকায় খোলা আকাশের নিচে চেয়ার টেবিল বসিয়েই করা হচ্ছে সাময়িক কার্যাদি। জানা যায় , ১৭ শতাংশ জমিতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে ঠিকাদার নিয়োগ দেয় । মুক্তিযোদ্ধাগণ জানান, স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এখনও কাজ শুরু করেনি । ছবি : খোলা আকাশের নীচে চেয়ার টেবিল বসিয়ে অফিসিয়াল কাজ করছেন মুক্তিযোদ্ধাগণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন