photo

শুক্রবার, ১১ জুলাই, ২০১৪

মুক্তাগাছায় বিএনপি’র ইফতার মাহফিল ও সংবর্ধনা


স্টাফ রিপোর্টার :মুক্তাগাছায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সংবর্ধনা , ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার দুল্লা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে চেচুয়া বাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জাকির হোসেন বাবলু । দুল্লা ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি হায়দার রেজা আনাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধনাপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন , ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ , মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান । এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ , মানকোন ইউপি চেয়ারম্যান এড. একেএম আমিনুল হক , বড়গ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন বাবুল , ঘোগা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবু , ফজলুল হক , নুরুজ্জামান হীরা , কাজী রিপন , ইমরুল হাসান , মীজানুর প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্বর্ণের ধানের শীষ প্রতীকের কোর্টপিন ও নব নির্বাচিতদের ক্রেস্ট উপহার প্রদান করা হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন