মনোনেশ দাস :ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ৭ জন । আজ রবিবার ময়মনসিংহ সদর উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছে । জানা যায় , আজ বিকাল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ - ঢাকা বাইপাস সড়কের ফিসারী মোড় এলাকায় প্রাইভেটকার ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নসিমন যাত্রী এবং প্রাইভেটকার চালক পিন্টুসহ ৫জন আহত হয়েছে। আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । অপরদিকে আজ রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাগেরকান্দার বাইপাস সড়কে বাসের ধাক্কায় টেম্পুর ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২ জন।
তাৎক্ষণিকভাবে নিহত তিন জনের নাম পাওয়া গেছে। এরা হলেন দুই বোন পারভীন আক্তার (২২) ও শাহীনা আক্তার (১৮) ও নাজির উদ্দিন (৪৫)।
রোববার বেলা ১২টার দিকে উপজেলার বাগেরকান্দার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল হক জানান, ঢাকা থেকে মুক্তাগাছাগামী একটি বাস টেম্পুটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। আর হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
তিনি জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন