মুক্তাগাছায় ঈদে সাইফুলদের দেখা হলো না কার্টুন। মনোনেশ দাস : সকালে ঈদের নামাজ পইরা ক্ষেতে গেছি । ক্ষেতের কাম সাইরা বাড়িত আইলে বাজান ছিরা পুরান একটা জুতা দিছে । হেই জুতা বেইচ্চা কটকডি কিনছি । ক্ষেত থেইকা একটা ব্যাঙ ধইরা আনছি। ব্যাঙডারে বাইন্দা রইসুল, আমিন আর কোরবানের নিকট দিয়া আরেকটা ব্যাঙ খুজবার গেছিলাম । কিন্তু পাইলাম না । আরেকটা ব্যাঙ পাইলে মজা অইত । দুই ব্যাঙরে এক কইরা বিয়া দিতাম ।
সহালে মা রাইন্দা ঘানি টানতাছে । তেলের অর্ডার পাইছে । বাজান আর আব্দুল চাচা এহনো ক্ষেতে আছে । বাজান কইছে বাড়িত থন খাইয়া আবার ক্ষেতে আয় মেলা কাম পইরা রইছে । বাড়িত আইয়া ফডাফট খাইয়া ফাঁহে দোহানে গেছিলাম । আব্দুল চাচার দোহানের টেলিভিশনে ডিশ আছে । ঐ দোহানে অগি, টমি, ডরিমন এগুলা কাটুন দেখতে ভালা লাগে । দোহানে যাইয়া দেহি বড়রা ভূতের সিনামা দেখতাছে ।
দোহানদার চাচারে কইলাম চাচা একটু কাটুন দেইন দেহি । অমনি দোহানে বহা নুরুল চাচা আমার কানে চিমটি মারছে । আর ধমক দিয়া কইছে যা বেডা টেলিভিশন দেহা ভালা না। দোহানদার চাচা কইছে কাটুন দেখবার চাইলে দুপুরে আহিস তহন সবাই যাবো গা । টেহা লইয়া আহিস দোহানে লাড়–, খুরমা, চানাচুর আরো অনেক ভালা ভালা মাল উডাইছি । কথাগুলো বলছিলো ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল দাওগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের কৃষক রায়হানের পুত্র সাইফুল (১০) । পারিবারিক অশিক্ষা আর আর্থিক দৈন্যতা সাইফুলের পরিবারের নিত্যসঙ্গী। মা জরিনাকে সারাদিন সরিষা তেল ভাঙ্গার ঘানি টানতে হয় । ঘানি টানার গরু নেই তাদের ।
তাই ফসলও উৎপাদন করতে হয় গরুর বিকল্প হিসেবে নিজেদেরকেই । দুপুরে বায়না ধরে মায়ের নিকট থেকে ১০ টাকা নিয়ে সাইফুল তার বন্ধু রইসুল , আমিন আর কোরবানকে নিয়ে দোকানে যায় টিভি দেখতে । দোকানদার চাচা ১০ টাকা রেখে একটি পটেটো চিপ্স ধরিয়ে দিয়ে বলে এহনও দোকান খালি অয় নাই । কাটুন দেখতে অইলে রাইতে আহিস । এইডা কেমনে সম্ভব চাচা । রাইতে বাড়ির বাইরে আইলে বাজান মাইর দিবো । তাইলে এহন যা কাইল আহিস। ঈদের দিন আর কার্টুন দেখা হলো না সাইফুলদের। ঈদের নতুন জামা-কাপড় কোথায় তোমাদের প্রশ্নকরা হলে এই শিশুরা জানায়, ঈদের নামাজ পড়ার পর নতুন জামা-কাপড় আলমারীতে তুলে রাখা হয়েছে । এগুলো পড়ে খেলাধূলা করলে ময়লা হয়ে যাবে তাই । আতœীয় স্বজনের বাড়ি বেড়াতে গেলেই কেবল নতুন জামা-কাপড় পড়া হয় তাদের ।ধনী আর গরীব নয় সকল অসহায় মানব শিশু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মগ্রহণ করে । নিরাপদভাবে বেঁচে থাকার জন্য তার আরোও অনেক কিছু শিক্ষার প্রয়োজন আছে । কোন কিছু শিখবার ক্ষমতা ধীরে ধীরে ঘটে এবং তা অনেকখানি শিশুর মানসিক বিকাশের উপর নির্ভরশীল । খেলা ও টেলিভিশনে শিক্ষনিয় কিছু অনুষ্ঠানের মাধ্যমে শিশুর সৃজনশীলতা ও চিন্তাশক্তির বিকাশ ঘটে । অপুষ্টি শিশুর মানসিক বিকাশকে ব্যাহত করে । শিশুদের মারধর করলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয় । মূলত শিশুর শিক্ষা তার মানসিক বিকাশের জন্য অপরিহার্য । তাই মানসিক বিকাশে প্রতিবন্ধতাসমূহ দুর করে শিশুর মানসিক বিকাশে সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ।
ছবি ক্যাপশণ , (১) বাবার সাথে ক্ষেতে কাজ করছে সাইফুল (২) ব্যাঙ ধরে বন্ধুদের হাতে দিয়েছে (৩) ছেড়া পুরান ছুতা বেঁচে বেসাতি কেনা হচ্ছে (৪) মা জরিনা তেল ভাঙ্গার ঘানি টানছে (৫) দোকানে কার্টুন দেখতে গিয়ে দেখে ভূতের ছবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন