ময়মনসিংহে লক্ষীপূজা শুরু । মনোনেশ দাস : ময়মনসিংহে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে সমৃদ্ধি ও বিত্ত বৈভবের দেবীর আরাধনার লক্ষীপূজা । আগামীকাল বুধবার বিকাল পর্যন্ত চলবে লক্ষীপূজা । জেলার ময়মনসিংহ সদরে , মুক্তাগাছায়, ফুলবাড়ীয়ায় , ফুলপুরে, হালুয়াঘাটে , ভালুকায়, ত্রিশালে, গফরগাঁওয়ে , ঈশ্বরগঞ্জে, গৌরীপুরে , নান্দাইলে , ধোবাউড়ায় এবং তারাকান্দায় দুর্গাপূজার পর আরেকবার মায়ের বন্দনায় যোগ দেন ময়মনসিংহবাসী । ময়মনসিংহে গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত জমজমাট ছিল প্রতিমা বিক্রি । লক্ষী প্রতিমার দাম বেশী হলেও লক্ষী লাভের আশায় দেবী লক্ষীকে সন্তুষ্ট রাখতে কারিগরদের নিকট থেকে দামাদামী ছাড়াই কিনে নেন প্রতিমা । জানা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা বেজে ১৩ মিনিটে শুরু হচ্ছে কোজাগরী পূর্ণিমার তিথি। বুধবার বিকেল ৪টে বেজে ২০ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন