
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য ,দুর্নীতি রুখবেই শ্লোগানে আজ বুধবার পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ।সচেতন নাগরিক কমিটি (সনাক), দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক ) ও স্বাবলম্বি উন্নয়ন সমিতির উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) ব্যস্থাপনায় র্যালী , মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শহরের গুরুত্বপূর্ণ সড়কে সকালে প্রদর্শিত র্যালীতে নেতৃত্ব দেন উপরোক্ত সংগঠনের অধ্যাপক আইয়ুব খান, মলিনা দত্ত, আব্দুর রব, ইকরাম হোসেন, অদ্যাপক মুজাহিদুর রহমান প্রমুখ ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন