photo

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

মুক্তাগাছায় খড় শুকাতে বাঁধা দেয়ায় ৬ জনকে পিটেয়ে জখম


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় সরকারি রাস্তায় খড় শুকাতে বাঁধা দেয়ায় একই পরিবারের ৬ জনকে পিটেয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে । আজ বৃহস্পতিবার সকালে বাঁশাটি ইউনিয়নের জয়দা গ্রামে এ ঘটনা ঘটে । হামলায় জখম ৪ জনকে ময়মনসিংহ ও মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা হয়েছে । আহতরা হলেন, আমীর হোসেন (৩৮) , আনোয়ারা (২৬). দুলাল উদ্দিন (২৫), মনিরুজ্জামান মুন্না(১৭). মনোয়ারা বেগম (২৮), বিল্লাল হোসেন (২৮) । মামলার অভিযোগে প্রকাশ, ঐ এলাকার হান্নান ও ভুট্রোর নেতৃত্বে সরকারী রাস্তায় খড় শুকানোর কাজে বাঁধা দেয়ায় তারা অতর্কিত হামলা চালায় । ++ জাতীয় পার্টির কর্মিকে ছুরিকাঘাত ++ মুক্তাগাছা শহরের পাড়াটঙ্গী ফরাজীবাড়ি এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কালাচান (১৬) নামের এক জাতীয় পার্টির কর্মীকে ছরিকাঘাত করেছে দুর্বৃত্ত । গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয়রা তারাটির বাসিন্দা মোবারক হোসেন ও শিবল নামের ২জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন