মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ভটভটি উল্টে রঞ্জু (২০) নামের একজন নিহত হয়েছেন । আজ রবিবার সকালে মুক্তাগাছা- তারাটি সড়কে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভর্তি করে ভটিভটিটি মুক্তাগাছা আসার পথে উল্টে যায় । এসময় খামারবাজার তারাটির কলাদিয়ার বাসিন্দা সিরাজুলের পুত্র আহত হন । তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এব্যাপারে ইউডি মামলা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন