মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ১০ জুয়ারীর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । আজ বরিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) লীরা তরফদারের আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ প্রদান করেন । দন্ডপ্রাপ্তরা হলেন, কান্দুলিয়া গ্রামের মজিবর(৪৭)ইউসুফ(৩৩) বরিয়ান গ্রামের কামাল(৪৭),রহিম(৪৬),মিজান(২৩),)রাজিব(৩০),ইমান(৪৬),ইসরাফ(৩৯),কতোয়ালির কুটিপাড়া গ্রামের শফিকুল(৩৮),মফিজ উদ্দিন(৪৮) । নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) লীরা তরফদার জানান, প্রত্যেক জূয়ারীকে ১৫দিন করে কারাদন্ড প্রদান করে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে । জানা যায়, রবিবার বিকালে মুক্তাগাছাস্থ ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহীম এর নেতৃত্বে মুক্তাগাছা উপজেলার সিমান্তবর্তী ময়মনসিংহ সদর উপজেলার কান্দুলিয়া থেকে তাদেও আটক করা হয় । এসময় তাদের নিকট থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন