photo

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

মুক্তাগাছায় চাচা- ভাতিজা ও স্বামী- স্ত্রীর লড়াই


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে চাচা-ভাতিজার লড়াই এবং স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ ভোটারদের মাঝে সাড়া জাগিয়েছে । পৌরসভার ৮নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিলর প্রার্থী চাচা- ভাতিজা । এ ওয়ার্ডে একই বাড়ি থেকে চাচা সোহরাব আলী আর ভাতিজা মোস্তাফিজুর রাহমান মোস্তফা প্রার্থী হওয়ায় নিজ বাড়ির ভোটাররাই বেকায়দায় পড়েছেন । চাচা সোহরাব আলী গত নির্বাচনে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন ।কাউন্সিলর প্রার্থী চাচা-ভাতিজা পরস্পর বিরোধী রাজনৈতিক দলের সমর্থক । অপরদিকে ৭ নং ওয়ার্ডে স্বামী মির্জা আবুল কালাম এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোটেযুদ্ধে নেমেছেন তার স্ত্রী আছমা আক্তার । আবুল কালাম ইতিপূর্বে ৩ বার এবং আছমা ২বার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন । পৌরসভা নির্বাচনে আবারও যুদ্ধে নেমেছেন দম্পতি । গত নির্বাচনে স্বামী হারলেও জয়ী হয়েছেন স্ত্রী । এদিকে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান মতি এবারের নির্বাচনে নিজেকে বিজয়ী করতে রীতিমত চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন । তার স্ত্রী আজিজা রহমান উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান । মতিউর রহমান ইতিপূর্বে ৪ বার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন