
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় উৎসব মুখর পরিবেশে ১০ টি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৬ টি কেন্দ্রে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা আসতে থাকে। বিশেষ করে মহিলা ভোটরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।তবে, খেরুয়াজানি ইউনিয়নের লক্ষীপুর এবং দুল্লা ইউনিয়নের বিন্নকুড়ি কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা চালানো হয় । পুলিশ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ জনকে আটক করে । বেশকিছু কেন্দ্রে গিয়ে দেখা যায় মহিলা ভোটারদের দীর্ঘ সারি। উপজেলার ১০টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী , ১২৯ জন সংরক্ষিত মহিলা এবং ৪৩২ জন মেম্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। । উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জুলকার নায়ন জানান, শান্তিপূর্ণ পরিবেশে বলা চলে কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই ১০ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন