photo

শনিবার, ২৮ মে, ২০১৬

মুক্তাগাছায় লাইনে নারী ভোটার বেশি


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় হাঠাৎ বৃষ্টির ফোঁটা । মেঘলা আকাশের ফাঁকে উঁকি দিচ্ছে রোদের আলোকছটা। এরই মাঝে সকাল থেকেই মুক্তাগাছার ১০টি ইউনিয়ন পরিষদে ভোটের মাঠে চলছে উৎসব-আমেজ। উপজেলার বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন ভোট দিতে। শান্তি পূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ।উপজেলার ১০ টি ইউনিয়নে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচনী কোনো হট্টগোলের খবর পাওয়া যায়নি।নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সবক’টি কেন্দ্রে চলছে শান্তি পূর্ণ ভোট উৎসব। তবে সব কেন্দ্রেই নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। পুরুষরাও কাজকর্ম রেখে হাজির হচ্ছেন ভোট দিতে।উপজেলায় ছয় স্তরের নিরাপত্তায় সবক’টি কেন্দ্রে ভোট উৎসব চলছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম। তিনি বলেন, ভোট গ্রহণের শুরু থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।উপজেলার হোসেন শহীদ সোরোয়ার্দী ১০৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা গৃহিনী মোছাম্মদ জরিনা খাতুন বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে অবস্থানরত প্রিজাইডিং এবং পোলিং অফিসারগণ জানান, নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। মুক্তাগাছায় যেসব ইউনিয়নে নির্বাচন ভোটগ্রহণ হচ্ছে সেগুলো হলো- ১নং দুল্লা, ২নং বড়গ্রাম, ৩নং তারাটি, ৪নং কুমারগাতা, ৫নং বঁশাটি, ৬নং মানকোন, ৭নং ঘোগা, ৮ নং দাওগাঁও , ৯নং কাশিমপুর, ১০ নং খেরুয়াজানি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন