photo

বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

দুল্লায় নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় এক নম্বর দুল্লা ইউনিয়নের বিন্নকুড়ি ক্যাম্পে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আ.সামাদ মাষ্টারের নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২ টায় স্থানীয় বিন্নাকুড়ি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। বুধবার রাতে কে বা কারা বিন্নাকুড়ি ক্যাম্পে কাপড় দিয়ে তৈরি নৌকা প্রতীক পুড়িয়ে ফেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ওই এলাকার নৌকার সমর্থকরা। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষেভ মিছিলে নেতৃত্ব দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস্কান্দর আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, অধ্যাপক মো: বকুল, মো: রায়হান, মো: শফি আলম প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন