
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ২৮ মে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আইনশৃঙ্গলা বাহিনীর প্রধান ও ম্যাজিস্ট্রেটদের কোঅর্ডিনেশ সভা অনুষ্ঠিত হয় । মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের সভাপতিত্বে সভায় অন্যান্যের বক্তব্য রাখেন বিজিবি ২৭ ময়মনসিংহ অঞ্চলের উপ অধিনায়ক মেজর আমজাদ হোসেন, ময়মনসিংহ সদর সার্কেলের এসএসপি আব্দুর রশিদ , নান্দাইলের ইউএনও মোহাম্মদ শাহনূর আলম , মুক্তাগাছার এ্যাসিল্যান্ড নমিতাদে, গৌরীপুরের এ্যাসিল্যান্ড আব্দুল্লাহ আল জাকির, র্যাবের ডিএনডি মো: ফরহাদ , মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম, ওসি তদন্ত মো: মাহবুব প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন