
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় শনিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচনে ভোটগ্রহন শুরু হয়েছে ।এবারই প্রথম দলীয় ভিত্তিতে এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
আওয়ামী লীগ, বিএনপি , জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীগণ তাদের দলীয় প্রতীক নৌকা ,ধানের শীষ , লাঙ্গলসহ বিভিন্ন মার্কা নিয়ে এই প্রথম একটি নির্বাচনে মুখোমুখি হয়েছেন ।ফলে স্থানীয় এই নির্বাচনটি রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। ভোটারদের মধ্যে নিজের ভোট দেয়ার জন্য ব্যাপক উৎসাহ রয়েছে। মোট ১০টি ইউনিয়নের ৯৬টি ভোট কেন্দ্রে আজ সকাল আটটা থেকে শুরু হওয়া বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
ব্যাপক নিরাপত্তার কথা উল্লেখ করে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামান ভোটারদের নির্ভয়ে ভোট দেবার আহবান জানিয়েছেন। মুক্তাগাছা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে দাওগাঁও ইউনিয়নের ঘোড়শাইল প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়ানো দেখা গেছে ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাহমুদুল আলম জানান, ১নং দুল্লা, ২নং বড়গ্রাম, ৩নং তারাটি, ৪নং কুমারগাতা, ৫নং বঁশাটি, ৬নং মানকোন, ৭নং ঘোগা, ৮ নং দাওগাঁও , ৯নং কাশিমপুর, ১০ নং খেরুয়াজানি এই ১০টি ইউনিয়নে মোট ভোটার ২লাখ ৬০ হাজার ৪শ ৮৯ জন । তন্মধ্যে পুরুষ ১লাখ ৩০ হাজার ৮শ ৪৪জন এবং মহিলা ১লাখ ২৯ হাজার ৬শ’ ৫জন । ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী , ১২৯ জন সংরক্ষিত মহিলা এবং ৪৩২ জন মেম্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : শহর থেকে ১৮ কিলোমিটার দূরে দাওগাঁও ইউনিয়নের ঘোড়শাইল প্রাইমারি স্কুল কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন