
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় শনিবার বিকালে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী ২০১৬ অনুষ্ঠিত হয়েছে ।
ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত পৌরসাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ।
সংগঠনের সভাপতি মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচক ও বিশেষ অতিথি ছিলেন , জাতীয় গ্রন্থভবনের সাবেক পরিচালক কবি অসীম সাহা , বাংলা একাডেমীর উপ পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, মুক্তাগাছা পৌরসভার মেয়র শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক বার্তা ফয়জুল্লাহ সাঈদ, গোবিন্দ সাহা, রাকিবুল ইসলাম রাকিব, মো: সোহেল রানা প্রমুখ ।
অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন