
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ৪ বছর বয়সের শিশু সৈকত খুঁজছে তার বাবা মাকে । শনিবার ময়মনসিংহ - মুক্তাগাছা সড়কের খাগডহর বিজেপি ক্যাম্প সংলগ্ন এলাকায় সৈকত হারিয়ে যায় । সে তার বাবার নাম সুরুজ এবং মার নাম স্বপ্না বলে জানায় । মুক্তাগাছা থানায় অবস্থানরত সিএনজি চালক নন্দিবাড়ির বাসিন্দা মো: মাসুদ জানান, শিশুটিকে কাঁদতে দেখে বেলা ১টার দিকে মুক্তাগাছা থানায় আনা হয় । মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, শিশুটিকে মুক্তাগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আমজাদ হোসেন এর কাছে রাখা হয়েছে । কাউন্সিলর মো: আমজাদ হোসেন জানান,শিশুটির অভিভাবকদের আমার মোবাইল নাম্বার ০১৭১৭-০৭৩৭৮৯ এবং ০১৯১৫-১০০৯৩০ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন