photo

রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

মুক্তাগাছায় মানকোনে কমিউনিটি পুলিশিং সভা


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় মানকোন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানকোন কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে জঙ্গীবাদ নির্মুল, সন্ত্রাস, মাদক প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে রবিবার বিকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ মতবিনিময় সভাটি হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কমিউনিটি পুলিশ মানকোন ইউনিয়ন শাখার সভাপতি ও রফিকুল ইসলাম বাহাদুর। প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিদুল ইসলাম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্মেদ , ইউপি চেয়ারম্যান আ্যাডভোকেট আমিনুল হকন আব্দুল লতিফ প্রমুখ । বক্তারা বলেন, 'পুলিশই জনতা, জনতাই পুলিশ। কমিউনিটি পুলিশিং হচ্ছে গ্রাম, মহল্লা,পাড়া জনগণের সাথে সু- সর্ম্পক রেখে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা। মুক্তাগাছা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সময় অপ্রীতিকর কিছু তুচ্ছঘটনা ঘটে। যা মামলা হিসেবে আমলে না নিয়ে এসব ঘটনাগুলো কমিউনিটি পুলিশিং মাধ্যমে সমাধান করা সম্ভব। এতে করে সাধারণ মানুষ আইনী জটিলতার হাত থেকে বাচঁতে পারে'। 'পুলিশ জনগণের বন্ধু। এই বিশ্বাস যাতে জনগণের মধ্যে আস্থাভাজন হয় তার জন্য কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের সংখ্যা এতই কম, যা দিয়ে উপজেলার জনগণের শতভাগ নিরাপত্তা দেয়া সম্ভব নয়। তাই কমিউনিটি পুলিশিং দরকার। বর্তমান সরকার জঙ্গি, সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় মুক্তাগাছায় জঙ্গীবাদ নির্মুল, সন্ত্রাস,মাদক প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন করা হবে'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন