photo

বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

ময়মনসিংহে বিপন্ন সজারু


মনোনেশ দাস : ময়মনসিংহে একদা সদর্পে দাপিয়ে বেড়াত নিরীহ নিশাচর প্রাণী সজারু । মাটির গর্তে বসবাসকারী কালো রঙের শরীরের এরা ময়মনসিংহে এখন বিপন্ন হতে চলেছে । প্রকৃতির নিয়ম, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পেয়ে এবং মানুষের কালো হাতের থাবা বিপন্নের অন্যতম কারণ। ইঁদুর জাতীয় ধারালো দাতের সজারু হিস্ট্রিসিডে পরিবারভূক্ত প্রাণী।এক দশক আগেও ময়মনসিংহের সর্বত্র এই প্রাণীটিকে দেখা যেতো। এদের দেহের বহিরাবরণের পশমগুলো মোটা। এতে কয়েক স্তরবিশিষ্ট শক্তিশালী, ধারালো ও তীক্ষ্ণ ধরনের কাঁটা রয়েছে। দীর্ঘতম কাঁটাটি কাঁধের দিকে জন্মায় যা এদের দেহের এক-তৃতীয়াংশ হয়। এদের লেজও ছোট কাঁটার আবরণে পূর্ণ যা আত্মরক্ষার্থে ব্যবহার করে ও বিচ্ছুরণ ঘটায়। এদের বিস্মৃত পা এবং লম্বা থাবা থাকে। এরা যখন আক্রমণের শিকার হয় তখন তার দেহস্থিত কাঁটাগুলো সক্রিয় হয় ও লেজ থেকে খসে গিয়ে শিকারের দিকে বিচ্ছুরিত করে শিকারীকে দূরে সরাতে বাধ্য করে। যদি কোন কারণে এই বিষাক্ত কাঁটা শিকারীর গায়ে বিদ্ধ হয়, তাহলে মৃত্যু কিংবা গুরুতর আহত হবার ঘটনা ঘটতে পারে। তৃণভোজী জীব হিসেবে এরা পাতা, ঘাস, ছোট ছোট গাছপালা ও ফলমূল, শস্য খেয়ে জীবনধারন করে। অভিজ্ঞ মহল বলেন, সজারুরা আমামের 'পড়শি'। এখনও টিকে থাকা সজারুদের প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে এদের আশে- পাশে পাওয়া যায় । বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে এদেরকে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখাতে হবে। বাসস্থান, খাবারের অভাবে এরা লোকালয়ে ঢুকে পড়ছে। জীবজগৎ বাঁচাতে মানুষকে সচেতন হতে হবে।সকল জীবমন্ডল বাঁচাতে হলে সকলকেই এগিয়ে আসতে হবে।''

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন