photo

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

মুক্তাগাছায় ৮ জুয়াড়ি গ্রেপ্তার


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় জুয়া খেলার অভিযোগে ঘাটুরী এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিন) সদস্যরা । বৃহস্পতিবার দুপুর দেড় টায় গ্রেপ্তারদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে । বুধবার গভীর রাতে এদেরকে গ্রেফতার করা হয় । গ্রেপ্তাররা হলেন, মোঃ চাঁন মিয়া(৬০) শিবপুর, হারু চন্দ্র দে(৩৫) চৌরাংগি মোড়, সাইফুল ইসলাম (৪০), মোঃ মোতালেব(৩০), ঘাটুরী, মোঃ আমজাদ হোসেন(২৫), মোঃ আনোয়ার হোসেন(৪০), শিবপুর, মোঃ আঃ কুদ্দুস(৪৫), ঘাটুরী, মোঃ সোবহান আলী (৫২), বিনোদবাড়ী মানকোন, সর্ব থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক খন্দকার বাবুল আক্তার জানান, অভিযানকালে গ্রেপ্তারদের নিকট থেকে নগদ ১৮ হাজার ১শ’ ২৬ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম (তাস) জব্দ করা হয়। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে । বৃহস্পতিবার বেলা দেড়টায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন