
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় পৌর এলাকার বড়হিস্যা বাজার কলোনী এলাকা থেকে সাবেক এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ ।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ রদীপ সাহা (৩৫) নামের এব্যক্তির লাশটি উদ্ধার করে । রদীপ একসময় ছাত্রদলের নেতা ছিলো ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রদীপ সাহা (৩৫) ওই এলাকার মৃত রমেন্দ্র চন্দ্র সাহার সাহার পুত্র ছিলেন। গত ৪দিন আগে সে এ বাড়িতে আসে । লাশ উদ্ধারের আগে জামালপুর জেলায় বসবাস করত । মা টাঙ্গাইলে এবং ছোটভাই অস্ট্রেলিয়ায় বসবাস করেন । এটা তার কাকাদের বাড়ি । শুক্রবার সকাল থেকে ঘরের ভেতর লাশের দুর্গন্ধ পাচ্ছিলেন পরিবারের লোকজন ও স্থানীয়রা । পরে ঘরের ভেতর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয় ।
পুলিশ যুবকের ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে ।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, ধারনা করা হচ্ছে সে ৪দিন আগে থেকে ঝুলে ছিলো । লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন