photo

শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

মুক্তাগাছায় নন্দীবাড়ী সামাজিক উন্নয়ন সংঘের কার্যালয় উদ্বোধন


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় নন্দীবাড়ী সামাজিক উন্নয়ন সংঘের উদ্যোগে মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন করা হয়েছে । শনিবার বেলা ১২টায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন । জঙ্গিবাদ , সন্ত্রাস, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষই এ সংগঠনের উদ্দেশ্য বলে জানানো হয় । সংগঠনের সভাপতি মো: বিল্লাল হোসেন মন্ডল এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো:আব্দুস সামাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: আবুল কাশেম, মৎস গবেষণা ইন্সস্টিটিউটের উপ-পরিচালক মো: আসাদুর রহমান, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আখতার মোর্শেদ, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো: বজলুর রহমান, সংগঠনের সহ সভাপতি মো: রুহুল আমীন জুয়েল, সেক্রেটারী মো: আনিসুর রহমান শহীদ , মো: মিলন , লুৎফর রহমান লাভলু, আব্দুল জব্বার ,মো: তোতা মিয়া, মো: কামরুজ্জামান জামান প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন